কখনোই মিস্ত্রী/ কন্ট্রাক্টর কে দিয়ে ডিজাইন করাবেন না। ডিজাইন ইঞ্জিনিয়ার ছাড়া ডিজাইন করে হয়তো তাৎক্ষনিক কয়েক হাজার টাকা খরচ করা থেকে বেঁচে যাবেন, কিন্তু লাখ লাখ টাকা খরচ করে একটি ভালো ডিজাইনের বাড়ি করতে পারবেননা। ভালো ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কারো পক্ষে একটি পরিপুর্ন ডিজাইন করা সম্ভবনা। বাড়ি নির্মান করার কিছু ধাপ আছে, প্রথম ধাপ একটি পরিপুর্ন ডিজাইন করানো।
ডিজাইন ছাড়া বাড়ি নির্মানের পর পুরো কাজটি আপনার মনের মতো হবেনা। আমরা " Construction MirChapter " এর একদল তরুণ স্থপতি আপনাদের পাশে আছি।
বাড়ি নির্মান করার কথা ভাবছেন আমরা দিতে পারি অসাধারণ সব ডিজাইন
শোবার ঘরটা কেমন হবে? দেয়ালে চাই মনের মত রং। জানালাগুলো যেন বড় হয়। দক্ষিণে কিন্তু একটা বেলকনি চাই। বেলকনিটা যেন হয় একটুকরো বাগান।বাড়ি নিয়ে এরকম হাজারো স্বপ্ন ঘিরে থাকে আপনাকে।আপনার দেখা স্বপ্নগুলো বাস্তব রুপ দেয়ার জন্যই আমাদের সকল চেষ্টা।আপনাদের বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাব সামনে।ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিং ডিজাইন করুন, কারন একজন ইঞ্জিনিয়ারই পারে প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার করতে। একজন ইঞ্জিনিয়ার খরচের দিকে লক্ষ্য রেখে ডিজাইন কমপ্লিট করবেন।আমাদের আছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সমন্বয়ে গঠিত টিম।আমাদের রয়েছে দেশের বিভিন্ন জেলায় কাজ করার অভিজ্ঞতা।